click on images to know more about the Images

আমার পরিচয়

Author: সহেলি সরকার, class VI

নামটি আমার সহেলি সরকার,

জানো তোমরা সবাই।

বাবা সঞ্জিত আর মা সোমা,

শুভময় হল ভাই।

ঠাকুর দাদার নামটি বিনোদ,

জ্যোৎস্না ঠাকুর মা।

মিলেমিশে থাকি আমরা, 

তার হয়না তুলনা।

ক্লাস সিক্সে পড়ি আমি,

সুভাষ বালিকায়,

ভাইটি আমার সবে মাত্র,

অ আ শিখতে যায়।

আমার বাবার ছোট্ট একটি,

গেঞ্জির কারখানা,

বাড়ির সাথেই মেশিন দিয়ে,

সাজানো ঘরখানা।

রোজ সকালে সবজি নিয়ে,

দাদু বাজার যায়।

মা ঠাকুমা গৃহ কর্মেই,

ব্যস্ত হয়ে রয়।

টিউশন পড়ে বাড়ির কাজে,

মাকে সাহায্য করি।

সুযোগ পেলেই ভাই আর আমি,

বাবার মোবাইল ধরি।

গান শুনি আর ভিডিও দেখি,

ইউটিউব এ ঢুকে।

স্ট্যাটাস দেই নিজের ছবি,

বাবার ওই ফেসবুকে।

সারাদিন দোকান করতে,

মন চায় বারবার।

এটা ওটা আনতে হয়,

মা আর বাবার।

গুরুজনদের শ্রদ্ধা করি,

তাদের কথা মানি।

মারে বকে ভালোর জন্য,

এটাই আমি জানি।

পড়াশোনা করতে বসে,

ভাবি এলোমেলো।

বইখাতা সব এদিক ওদিক,

থাকে অগোছালো।

আবৃত্তি আর ছবি আঁকা,

সঙ্গে নাচ গান,

শুধু এসব করতে আমার,

চায় যে মনপ্রাণ।

বিকাল বেলা সুযোগ পেলে,

ঘুরতে পাড়ায় যাই,

আরো যতো বন্ধু বান্ধব,

সঙ্গে নেওয়া চাই।

সন্ধ্যা হলে বাড়ি ফিরে,

সন্ধ্যা বাতি দেই।

এর পরে পড়তে বসি,

আমি আর ভাই।

খাওয়া হলে সবাই মিলে,

যাই ঘুমের বাড়ি,

সকালে যে অনেক কাজ,

যেনো ভোরে উঠতে পারি।

বাকি থাকলো অনেক কথা,

বলবো আরেক দিন।

বলবো নাযে এখন তো আর,

মাথা করছে ঝিনঝিন।