click on images to know more about the Images

সৃষ্টিসুধা

Author: হরিপদ সরকার

       যে কোমল পিঞ্জিরায়; সুডৌল উন্নত অঙ্গ দেখে দু’নয়ন জুড়ায়
       তারই থেকে নিঃসৃত অমৃতসুধা পানে; শিশুর পূর্ণাবয়ব বাড়ায়।
       তা হোক না যতই মলিন বা সুন্দর,  শিশুরা যা নিয়ে খেলে 
       কারো মুখে জোটে অতি সহজেই, কারো না জোটে তা ভালে।
       যার অপূর্ব স্পর্শানুভূতির আবেশের কোন জুড়ি না খুঁজে পাই,
       বন্ধ হ’লে তার স্নিগ্ধ ধারা নিঃসরণ, টিকত না এ জগৎটাই।
       সেথায় প্রকটিত হয় না পীযূষ ধারা কখনো,বালা অনূঢ়া হ’লে
       কেহ অবাঞ্ছিত কারণে হ’লে সন্তানসম্ভবা, পড়ে নজরে কৌতূহলে।
       শিহরণ জাগানো দৃশ্যে ভরায় দু’চোখ, জাগায় অনুভূতি সুপ্তাঙ্গে              
       কেহ মনের অগোচর বাঁধা পড়ে ডোরে, হ’লে প্রকটন বহিরঙ্গে।
       তবু কি এক অভিলাষে এসে সুজন পাশে স্মৃতি যেন কিছু চায়,
       তখন অপত্যের আশে; মনের হরষে পূর্ণ নারীরুপে দেখা যায়।