click on images to know more about the Images
একসময় ভজা নামের একজন লোক ছিল |সে খুব চালাক প্রকৃতির মানুষ ৷একদিন সে পাশের গ্রাম থেকে এসে তার স্ত্রীকে বলল 'আজ বোধ হয় বৃষ্টি হবে ' | এবং সত্যি সত্যি বিকেলে বৃষ্টি হলো ৷ভজার স্ত্রী বোকা ছিল তাই সে ভাবল ভজার স্ত্রী ভাবল অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না আজ হঠাৎ করেই ভজার কথা কি করে বৃষ্টি হলো ওর বোধহয় কোন দিব্যদৃষ্টি আছে তাই সে আগে থেকে বলে দিয়েছে যে আজ বৃষ্টি হবে ৷পরের দিনবাড়িতে গিয়েছি সকলকে বলতে লাগলো ভজার কথা এবং বললো ভজার সত্যি দিব্যদৃষ্টি আছে ৷এই কথা শুনেই রাজামশাই ভজাকে ডেকে আনলেন ও তাকে বললেন 'আমার রাজ্যের গুপ্ত খবর কেউ অন্য রাজ্যে পাচার করে দিচ্ছে এমন চলতে থাকলে আমার রাজ্যের খুব বড় ক্ষতি হয়ে যাবে ৷' এই শুনে ভজা বলল ' এ তো খুব খারাপ খবর মহারাজ কিন্তুু তাতে আমি কি করতে পারি ৷'
মহারাজ বললেন 'তুমি তোমার দিব্য দৃষ্টি দিয়ে বলে দাও এই কে কাজটি করছে ৷'
ভজা তখন বলল 'আমার কোন দিব্যদৃষ্টি নেই মহারাজ ৷'
এই শুনে মহারাজ রেগে বললেন 'তুমি যদি না বলতে পেরেছ এই কাজটি কে করেছে তাহলে তোমার কঠোর শাস্তি হবে তাতে তোমার মৃত্যু হতে পারে , আর যদি তুমি ঠিক ঠিক বলতে পেরেছ এই
কাজটি কে করছে তাহলে তোমাকে আমি দু'লক্ষ সোনার মুদ্রা উপহার দেবো ও থাকার জন্য একটি বাড়ি তৈরি করে দেবো ৷ মৃত্যুর কথা শুনে ভাজা আর মহারাজকে কি বলবে তাই সে মহারাজের কাছে কিছু সময় চেয়ে সেখান থেকে চলে গেল৷
প্রায় তিন দিন হয়ে গেল ভজার কোন খবর নেই সকলে ভাবছে ভজা বোধহয় পালিয়েছে ৷চতুর্থ দিন একজন লোক মহারাজকে এসে বলল 'মহারাজ আমি ভজাকে কে ওর বাড়ি যেতে দেখেছি ৷' তখন মহারাজ তার সৈন্যদের ভজা ধরে আনতে পাঠালেন এবং সৈন্যরা তাকে ধরে আনলো ৷
মহারাজ তখন তাকে বলল' তুমিপালিয়ে গিয়েছিলে কেন ?'
ভজা বলল' না মহারাজ আমি পালিয়ে যায়নি, আমি গভীর জঙ্গলে তপস্যা করতে গিয়েছিলাম জানার জন্য যে কে আমাদের রাজ্যের গুপ্ত খবর পাচার করে দিচ্ছে ৷'
মহারাজ বললেন ' তাহলে তো তুমি জানো কি আমার রাজ্যের গুপ্ত খবর অন্য রাজ্যে পাচার করছে ৷'
ভজা তখন মহারাজের কানে কানে আস্তে করে বলল 'আজ সন্ধে বেলায় আপনি আপনার কিছু সৈন্যদের নিয়ে আমার সঙ্গে আসবে আমি আপনার কে দেখাবো কে এই কাজ করছে ৷'
ঠিক ভজার কথা মতোই রাজামশাই ,ভজা ও কিছু সৈন্য ভজার কথা অনুসারে একটা গুহার গেল এবং লুকিয়ে পড়ল কিছুক্ষণ পরে রাজামশাই বলেন 'কি ভজা এবার তো কিছু বলো'
ভজা কিছু বলার আগেই কারো পায়ের আওয়াজ শোনা যায় ৷ ভজা সবাইকে ইশারাতে সবাইকে চুপ করতে বলে, তখন দেখা যায়
ভজার রাজ্যের মন্ত্রী মশাই ও পাশের রাজ্যের রাজা গুহার ভিতরে আসলো ও মন্ত্রী মশাই পাশের রাজ্যের রাজা কে তাদের রাজ্যের গুপ্ত খবরগুলি বলছে ৷তারা তারা সুযোগ বুঝে মন্ত্রী মশাই কে ধরল কিন্তুু পাশের রাজ্যের রাজা পালিয়ে যায় ৷ মন্ত্রী মশাই কে শাস্তি দেওয়া হয় ৷
মহারাজের কথা অনুযায়ী ভজাকে দু'লক্ষ সোনার মুদ্রা ও একটি বড় বাড়ি পুরস্কার দেওয়া হয় ৷ কিন্তুু আসল কথা হল দিব্যদৃষ্টি কিছুই না পাশের গ্রাম থেকে আসার সময় বৃষ্টি হচ্ছিল এবং সে দেখল তার গ্রামে কিছু কিছু জায়গায় মেঘলা তাই সে ভাবল বোধহয় বৃষ্টি হবে এবং সত্যি সত্যি বৃষ্টি হলো এতে, দিব্যদৃষ্টি কিছু নেই ৷আর রইল মন্ত্রী মশাই এর কথা , ভজা জানত না তার রাজ্যের গুপ্ত খবর কে পাচার করে দিচ্ছে তাই সে পালিয়ে গিয়েছিল গভীর জঙ্গলে ,জঙ্গলের মধ্যে বৃষ্টি হওয়ার জন্য সে একটি গুহার মধ্যে ঢুকে যায় এবং কোন জন্তু জানোয়ারের ভয়ে গুহার ভেতরে একটা পাথরের পেছনে লুকিয়ে পড়ে ক্ছুক্ষন পর সে দেখে মন্ত্রীমশাই ও পাশের রাজ্যের রাজা সেখানে এসে কথা বলছে তাই সে বুঝে যায় যে মন্ত্রীমশাই তাদের রাজ্যের কথা অন্য রাজ্যে পাচার করে দিচ্ছে ৷তাই সে বুদ্ধি করে রাজামশাইকে গিয়ে বলে যে সে দিব্যদৃষ্টি দিয়ে জেনেছে তার রাজ্যের গুপ্ত খবরকে পাচার করছে ৷ তাহলে ভজার দিব্যদৃষ্টি তো ভজার কথাগুলি বুদ্ধি করে ও গুছিয়ে বলার বুদ্ধিই হল তাই না ৷