click on images to know more about the Images

তিনি আম্বেদকর

Author: বিকাশ চন্দ্ৰ বিশ্বাস

ঝড়ে যখন দুয়ার ভাঙে, 
নেমে আসে ঘোর।
ঘন কালির রেখায় টানা
আলোর যেন নেই ঠিকানা, 
দেখেত পাবে পথের নিশানা
দেখালেন যিনি, কে সে তিনি? 
তিনি ভারতের রুপকার,
বঞ্চিত জনতার মুক্তিযোদ্ধা 
ডঃ ভীমরাও রামজী  আম্বেদকর।। 

গর্বে যখন জেগে ওঠে বিষন্ন ভোর
অহমিকার খেলা চলে 
ডুবিয়ে দিয়ে চোখের জলে,
করতে নত চরণ তলে 
উচ্চ শিরে আসেন যিনি, 
কে সে তিনি?
তিনি ভারতের প্রথম লেবার মিনিষ্টার,
বাবা সাহেব ডঃ বি আর আম্বেদকর ।।

জাত ব‍্যবস্হার জাঁতাকলে 
মরছে যারা দলে দলে,
তাঁদের বাঁচালেন যিনি
কে সে তিনি ?
আর কেউ নয়, আর কেউ নয়,
তিনি ভারতের সংবিধানের রুপকার
নিরলস সংগ্রামী ডঃ বি আর আম্বেদকর ।।

ফাগুন যখন লাগে মনে
আগুন জ্বলে পলাশ বনে,
পল্লবিত সবুজ বনে
উল্লাসের ঐ সমর্পণে,
আসেন যিনি,সবাই চিনি
দিলেন যিনি নির্যাতিতের আধিকার,
তিনি দলিতের পরম পিতা
ডঃ বি আর আম্বেদকর ।।

অশ্রু নদীর সুদূর পারে
নাইকো ঘাটের দেখা,
কান্না ভেজা চোখের মাঝে
মানুষ বড় একা,
তখন চোখের জল মোছাতে
বাড়ান যিনি কর, 
জানেন আপনারা,কে সি তিনি ?
তিনি মানব দরদি 
ডঃ বি আর আম্বেদকর ।।

মরা গাঙে বান ডেকেছে
বৃথাই অশ্রু  জ্বর, 
সময় হল ঐ অনুকূল
ভাঙল মজা নদীর দুকূল,
"জয় ভীম " বলে  ভাসাও তরী 
কে দেয় করে পার,
আর কেউ নয়? আর কেউ নয়?
তিনি ভারত রত্ন বাবাসাহেব
ডঃ ভীম রাও রামজী আম্বেদকর।।