click on images to know more about the Images
মানচিত্রে এমন একটি দেশ ছিল তার নাম বঙ্গ,
পলি দিয়ে গড়া স্নেহ দিয়ে মাখা শ্যামল- কোমল অঙ্গ।
শিরে মুকুট কাঞ্চনজঙ্ঘা,পদ তলে উপসাগর জল,
তোমার বুকে এত স্নেহ,এত মায়া,কেউ পাবে না তল।
পূবের দিকে পদ্মা নদী, পশ্চিমেতে গঙ্গা বহমান,
যেন মাতৃ-সুধার ধারা পান করে পাই প্রাণ।
মুখে তোমার বাংলা নামে অপূর্ব এক মিষ্টি মধুর ভাষা,
ভাষার জোরে রবি ঠাকুরের নোবেল নিয়ে আসা।
কবি- লেখক- শিল্পী-গায়ক মাগো তোমার কোলের আলো,
রাম রহিমে ধনে-মানে-সুখে- দুঃখে দিন কাটাতো ভালো।
হঠাৎ করে কি যে হল বিদ্বেষ বিষে রক্ত ঝরল,
ভাইয়ে ভাইয়ে অস্ত্র ধরে মাতৃ অঙ্গ ছিন্ন করল।
একটি দেশ এপার-ওপার দুপার হল।
মানুষ ভয়ে ভীত হয়ে এপার-ওপার দুপার গেল।
বুড়ো খোকার মুখে হাসি, নিঃস্ব গরিব হলো ছিন্নমূল,
ইতিহাসে লেখা রবে বাঙালি জাতির মস্ত বড় ভুল।