click on images to know more about the Images

ভাবনা

Author: বিকাশ চন্দ্ৰ বিশ্বাস

কোথায়  আমি জন্ম নিলাম খুঁজি নাই তো কভু,
কৈশোর আমার কেটে গেল জ্ঞান  হয়নি তবু ।
দিন গেলে যে বয়স বাড়ে ভেবে দেখিনি, 
কবে দিন যে ফুরিয়ে এল হিসাব রাখিনি।
রঙ্গ রসে কাটল কদিন দেহ মনের জোরে, 
ঘুম আসেনা রজনীতে স্বপ্ন দেখি ভোরে ।
যৌবনেতে শুরু হ'ল জীবন রসের খেলা, 
বন্ধু আমার  অগনিত সুন্দরীদের মেলা ।
ছিলাম কোথায় এলাম কোথা এখন ভাবি বসে, 
রিপুর তাড়ায় বদ্ধ হয়ে জ্ঞান  যে হ,ল শেষে ।
তিন কাল যে কাটল কখন বুঝতে পারি নাই,
সাধের যৌবন শেষ যে হ'ল দুঃখে মরি তাই ।
কেন এলাম এই ভূবনে কিছুই হয়নি জানা, 
মেঘে মেঘে বেলা গেল সার হল ভাবনা ।
ভুলের দেশে ফুলের নেশায় দিন যে হ'ল শেষ, 
কেমন করে খুঁজে পাব পরান বন্ধুর দেশ ।
ভাই, বন্ধু, পরিজন কেউ যাবে না সাথে, 
ভবের খেলার শেষ বেলাতে একলা আমি পথে ।