click on images to know more about the Images

দহন

Author: লক্ষ্মণ মাল

সেদিন ছিল  প্রখর রোদ্র,
চারিদিকে মাতাল সমীর পাগলের
ন্যায় ছুটে চলেছে।
অজানা কথা মনে পড়া
 অবধি, বালক জলধি পার হয়েছে।

মনের আকাশে অকালে
 বারিদ  জমেছে বৃথা আজি 
দহন লাগে দেহে-মনে,জেগেছে
প্রেমের আর্জি।

রোদ্র প্রেমে ঝলসে উঠেছে, যে
নামেই ডাকো তুমি ।
একা একা  জীবন বৃথা-
 উদক নিয়ে এসো তুমি।

কাঁটা ফুটেছে অঙ্গে আমার
 কান্তর দেখা নাই।
চৈত্র মাসে একলা ফেলে,
সবাই চলে যায়।

একলা দেখে ধেনু কাছে এসে
আদর করে যায় ।
নর ভেবে ভুজঙ্গ,কায়া চুম্বন
 করে, ক্রোধে জ্বলে যায় ।

কত অলংকার ,কত সভ্যতা ,
প্লাবিত হয়েছে আমার উপর ।
অথচ আজ একা রয়েছি
 করুণা হল না কারো আমার উপর।

দহন জ্বালা ,বিষম জ্বালা,  
আজ বয়ে যায় একলা ।