click on images to know more about the Images

আম্বেদকরীয় সঙ্গীত

Author: হরিপদ সরকার

                        কথা- হরিপদ সরকার

                        সুর- দীনেশ চন্দ্র বিশ্বাস  

আম্বেদকর বাবা আম্বেদকর;
প্রণাম তোমায় জানাই প্রণাম।
দলিতের কাণ্ডারি হয়ে এলে..
এলে মহান ভারতধাম।।

 করেছিলে আজীবন বঞ্চিতের ভাবনা,  
 হয়ে নিপীড়িত জনের মুক্তি সেনা।
 দেখে শোষিত মানুষের সম্ভাবনা(২)   
 হয়ে মুক্তির দিশারী পেয়েছ ইনাম।।
  
   পাল্টে দিয়ে সেই পুরানো বিধান 
   লেখ সমতা ফিরাতে এই সংবিধান।
   সয়েছ দলিত বলে শত অপমান
   কাটেনি আজও হায় সেই বদনাম। 

   চেয়েছিলে সকলের সম অধিকার,
    আজও আছে মনুবাদ তাই অবিচার।
    তব আদর্শে যদি ফিরে হুঁশ জনতার
    যাবে মসনদে বহুজন ফিরাবে সুনাম।।