click on images to know more about the Images

বই

Author: শুকতারা

যতই পড়ি,ততই গড়ি
ভাঙা গড়ার এই নিত্য খেলায়
সঙ্গী শুধু ওই
বিশ্ব হতে সকল কিছু আহৃত সঞ্চয় 
স্রোতের মতো সময় বহে
অব্যাহত ধারা রেখে
আমি ছোব সেই যে তারে
সময় যেথা আটকে থাকে 
জানি তোমায় পাবো নাকো
বুঝি ওপার অ-নেক দূরে
তবু তোমায় পাই যে আমি 
এমন জিনিস রেখে গেলে
এমন তোমার অমরতা
আমারও লোভ জেগে ওঠে 
আমি ও হব তোমার মতো
জন্ম জন্মান্তরেও রব জিতে