click on images to know more about the Images
*হে আধুনিক ভারতের রূপকার ,*
*হে মহামানব সাম্যের জ্ঞানদ্বার ।*
*হে বিশ্বরত্ন, জ্ঞানীশ্রেষ্ঠ বীর,*
*শুভ জন্মদিন জানাই তোমায় নত করে মোর শির ।*
*বিদ্বান তুমি, খ্যাতনামা জগতে,*
*আলোর বিচছুরণ ঘটালে আন্ধারেতে।*
*ধরালে ফাটল বর্ণবাদে ,*
*জাতপাত দূর হয় যাতে।*
*শোষকের অস্ত্র করিলে ছেদন,*
*দিলে সত্য,প্রেম পবিত্রতা,সাম্যের বাতাবরণ।*
*শিক্ষা ছাড়া একটি জীবন মৃতপ্রায়,*
*তুমিই সপিলে নারীজাতিকে তাই।*
*আজও নারী হতে পারে নাকো মন্দিরের পূজারি,*
*তোমার লিখিত আইন ও শিক্ষাই তাকে বানাতে পারে,*
*উকিল, মাস্টার, প্রেফসর কিংবা ব্যারিস্টারি।*
*নারী যে আজ শিক্ষিত,* *প্রতিষ্ঠিত, যা কিছু তার অধিকার,*
*সবই তোমার বিপুল সম্ভার।*
*তুমি অগ্রগতি, প্রগতির সঞ্চারণ,*
*তুমিই সর্বদিক বিদিত জাগরণ ।*