click on images to know more about the Images
কে বলে ষোলো আনা সঠিক ,
কে বলে নেইকো কোনো বেঠিক।
আজও তার জ্বলন্ত চিত্র বিদ্যমান ,
খাটির সংখ্যা মুষ্টিমেয় কয়েকজন।
বেশিরভাগই ব্যক্তি স্বার্থে মগ্ন,
কিন্ত তবুও নিজেকে জাহির করে আমি অনন্য।
যত মগ্ন হবে আত্মস্বার্থে,
মনে রেখো জয় তারই হবে খুদ নেই যাতে।
আজ চালাকি করে নিয়ে নেবে,
কিন্ত কাল সত্যকেই মানুষ প্রাধান্য দেবে।
নিঃস্বার্থের যদি বিবেক থাকে,
তবে তো সে গতি ধরিয়ে দিতে পারে যাকে -তাকে।
তাই বলি অত নিলে রাখবে কোথায়,
বাকিদেরও যে শূন্যতা, ভরাট করো সেথায়।
গাছুয়ারা গাছে ওঠে,
তুমি পারো কেবল সোফায় বসতে সেটে।
যতই করো আতোতাতো,
ভূমিকম্পে অটটলিকা ভেঙে গেলে ,বনবাদারে থাকতে পারবে নাতো।