click on images to know more about the Images
সাজো না সাজেদা বেগম মনের মতো সাজ
সাজতে গিয়ে লজ্জা পেলে হবে না সে কাজ।।
রূপের তোমার নেই তুলনা গুণ হয় না যাচাই
তোমার মতো সুন্দরী আর এই জগতে নাই।
আজও ওদের তোমাকে চাই, তুমিই মমতাজ।।
তুমি যোগাও কত মনের খোরাক দিয়ে একটু জল
বিনিময়ে তারা পায় আজও চেয়ে তারই পূণ্যফল।
যৌবন তোমার করে টলমল তাইতো নও নারাজ।।
তখন থাকবে না এ যৌবন তোমার বসবে না গো মেলা
পরজন্মের ভাবনা সেদিন তোমায় ঘিরবে সারা বেলা।
তা বুঝবে না এই চিকন কালা, যে জন তোমার আজ।।