click on images to know more about the Images

আরতি

Author: ভাগীরথ রুইদাস

অনেক দিন ভাবছি বসে কি লিখিব কবিতার কথা,
আমার মনের মধ্যে জমে আছে অনেকদিনের ব্যথা।
ব্যথা,সে আবার কিসের ব্যথা,
ব্যথা কোথায় থাকে,তোমরা পেয়েছ কি খুঁজে তাকে।
হ্যাঁ ,ব্যথা মানুষের মনের মধ্যে থাকে,
তবে মানুষ কারে কয় সবে।
ধর্মের জন্য মানুষ নয়, মানুষের জন্য ধর্ম,
এই কথাটি স্মরণ রেখে করো ভাই কর্ম।
চর্ম-রক্ত-মাংস দিয়ে গঠিত হয় মানব দেহে
সব মানুষই চর্মের আধার দেখলে চোখ মেলে
তবে কেনে মানুষ জাতপাত নিয়ে এলে।
যে ধর্ম বিভেদ আনে ,ধর্ম তাহা নয় কখনো,
প্রকৃত ধর্ম করে ভালোবাসার উদয় তাহা কি জানো।
দেখ,আজ মানুষ সুখের ঘরটাকে খুঁজতে চাই,
হদিশটা ঠিক মতো জানে না সবাই।
"বসুধৈব কুটুম্বকম " ভারতের শ্বাশত বাণী,
যার টানে শিক্ষায় আসে বিদেশি সব জ্ঞানী।
তাই ছলে-বলে-কৌশলে পায় কি তার সন্ধান,
না গো তাকে জানতে গেলে করতে হয় 'বুদ্ধের অমৃত ভজন'।
ভজন-সাধন,গড্-আল্লা-ভগবান-ঈশ্বর-খুদার,
সকলের জেনে রাখা চাই মানবতা ধম্ম এক সত্ত্বার।
সত্ত্বা মানবের মাঝে দিয়েছে অমূল্য ভাণ্ডার,
সকল মানুষের মধ্যে রয়েছে বাবাসাহেবের আধার।
হৃদয়ে শ্রদ্ধা-ভক্তি করতে গেলে পিতা-মাতা আরতি করা চাই,
ভগীরথ কহে পিতা-মাতা আরতি ছাড়া আর গতি নাই ভাই।
কত আর ঘুমাবে বলো মূলনিবাসী ভাইজন,
সময় থাকতে জাগ্রত হও,করো দেশের কল্যাণ।।