click on images to know more about the Images
বসন্তে কানন যেমন নতুন পোষাক পরিধান করে,
নতুন পল্লব আর পাখির কুহুতানে।
আষাঢ়ে মাঠ সবুজে যায় ভরে,
অগ্রাহায়ণে সোনালী বর্ন ধারণ করে।
নদী তার কল কল ধ্বনিতে বয়ে চলে, এক কোমল ,স্নিগ্ধ আবেশে।
গ্রীষ্মের প্রবল দাবদাহ তাপে,
শুভ নববর্ষ এল প্রকৃতির মাঝে।
নতুন বছর ও নতুন বছর
তোমার সাথে আসে যেন কর্মপ্রেমী রথ।
শিক্ষিত ও সংগঠিত করে
দীন-দুঃখীদের দেখিও তুমি পথ।
অন্তরের অন্ধকার দূরে সরিও,
জ্ঞানী ও বাস্তববাদী হতে শিখিও।
হিংসা, নিন্দা দূরে ফেলে মানবতার বানী দিও।
নতুন বছর ও নতুন বছর
আবেগে না ভাসিয়ে,
বিবেকবান হতে শিখিও।
কঠিন সমস্যার মোকাবিলা করে,
জীবনে প্রতিষ্ঠিত হতে শিখিও।
নতুন বছর ও নতুন বছর
জীবনের মতো জীবন দিও,
সময়ের মূল্য বুঝতে শিখিও।
জীবনের মানে বুঝিও।
কটুকতা বাদ দিয়ে,
বন্ধুত্ব বাড়িয়ো।
হতাশার পরিবর্তে , হাতে এক নতুন স্বপ্ন দিও
নতুন বছর ও নতুন বছর
মনের খাতায় লেখা স্বপ্নে ,
সফলতা ভরে দিও।
নতুন বছর ও নতুন বছর
খোলা নীল আকাশের দিকে তাকিয়ে যে মানসিক শান্তি,
তা মনুষ্য জগতকে ভরে দিও।
নতুন বছর ও নতুন বছর
কষ্টপ্রেমী মানুষ যারা ,
তাদের ন্যায্য মূল্য দিও।
নতুন বছর ও নতুন বছর
ভালো থেকো তুমি,
ভালো থাকি যেন আমি,
ভালো থাকুক সবাই,
ভালো থেকো প্রকৃতি,
প্রাণের আকুতি ,
ভালো থেকো ,
ভালো থেকো।