click on images to know more about the Images

পেরিয়ারের প্রশ্ন

Author: নির্মলেন্দু বিশ্বাস

তুমি কি কাপুরুষ?অন্তরালে লুকিয়ে থাক

কেন কভু প্রকাশ্যে প্রকট হতে পার নাকো?

প্রমোদে আমোদে করাও কেন?আরতি অর্চনা

দিবারাত্র যত্র তত্র করাও কেবল পূজা প্রার্থনা। 

 

তুমি কেন? বিশ্বগ্রাসী ক্ষুধা নিয়ে ভীষণভাবে ক্ষুধাতুর

ফল, ফুল, মিষ্টি,দুগ্ধ, ঘৃত সংগ্রহে তুমি সুচতুর। 

তুমি কি মাংসাশী?কসাই সম

 হৃদয়হীন পাষাণ?

তোমার লাগি কেন? এতো নিরিহ পশুর বলিদান। 

 

তুমি কি ব্যবসায়ী?সোনা রূপা হীরা লক্ষ টন

সুকৌশলে লুটেছ নিঃস্ব রিক্ত দরিদ্রের ধন।

তুমি কি চরিত্রহীন, লম্পট, নারী লোলুপ বিলাসী?

তোমার মন্দিরে কেন? অসংখ্য অসহায় নারী দেবদাসী?

 

তুমি কি শিক্ষাহীন,শৌর্য বীর্য হীন, অতিশয় দুর্বল?

ধর্ষণকারীও কি তোমার থেকে ভীষণভাবে সবল?

তুমি কি মূর্খ? বিশ্বে কত লোক খেতে নাহি পায়

তোমার নামে কেন? দুধ,ঘী, তেল নদী নালায় যায়। 

 

তুমি কি বধির? শুনতে পাওনা অত্যাচারিতের চিৎকার

চুপচাপ থাক, ভাবলেশহীন চেহারা চমৎকার। 

আতঙ্কবাদীর তকমা তোমাকেই দেওয়া যায়

কেন লোকে তোমাকেই শুধু ভয় পায়?

 

তুমি কি বোবা?কোথাও কভু একটা কথাও বলনা?

কেন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ধার ধারনা?

উগ্রবাদী ধর্মাশ্রয়ী রাজনীতি তোমারই অবদান

 কেড়ে নেয় লোকের ধন মান প্রাণ। 

 

তুমি কি কিছুই দেখতে পাওনা? সম্পূর্ণ রূপে অন্ধ

তাই দুর্নীতি,দুরাচার হয়না কখনো বন্ধ।

 তুমি কেন নিতেই থাক? দেওয়ার ইচ্ছা বিন্দু মাত্র নাই

কাঙালের ধনে লোভ তীব্র, আরও চাই আরও চাই। 

 

তুমি কি ভীতু?গৃহের ভিতরে তুমি বাইরের দিকে তালা

তুমি অস্তিত্ব হীন?অথবা অন্ধ বোবা কালা।

এতো কান্ড তোমাকে দিয়ে ঘটিয়ে চলেছে যারা

সবচেয়ে বড় প্রশ্ন, তোমার আড়ালে কলকাঠি নাড়ে কারা?

 

আবার অবিশ্বাসীর জন্ম হয়েছে মানব কুলে

পেরিয়ার রামস্বামী তোমার মুখোশ দিয়েছে খুলে!