click on images to know more about the Images
দুর্ভিক্ষে হাবল যখন ভিক্ষে করতে যায়,
গোপাল তখন সাতভাজা আর নানান পদে কত কী যে পায়।
রোদ দুপুরে দোরে দোরে, হাবল যখন ভিক্ষে করে
গোপাল তখন ভোগের পরে,হাত পা ছেড়ে আরাম করে।
পায়নি ভিক্ষে তাই বলে আজ, হাবল গেল যে মন্দিরে
শুনেছিল গোপাল নাকি থাকেই ওদের ঘরে।
ভাবল হাবল গোপাল কে সে দেখবে নিজের চোখে,
চেয়ে নেবে একটু খাবার, খাবে মনের সুখে।
মন্দিরের ওই দরজার পাশে যেই না হাবল গেছে,
বেদম দৌড়ে রে রে করে, পুরুত গেল তার কাছে।
চেঁচিয়ে উঠে পুরুত বলে --
"ছিঃ ছিঃ ! বলা নেই কওয়া নেই কোথাকার কে !
ভিক্ষেরি চায় ঢুকতে গোপালের গর্ভগৃহে !"
গোপালের নামটা শুনে --
ভাবল হাবল এসেছে সঠিক স্থানে।
হাবল বলে, "বলি গোপাল কি এখানেই থাকে ?
খুবই দরকার আজ, একটু ডেকে দাও তো ওকে।"
পুরুত রেগে উঠে বলে --
"ব্যাটা পাজি, পেয়েছ কি ফাজলামি ?"
হাবল বলে -- "নাগো না, শুধু একটু খাবার চেয়ে নেব আমি।"
পুরুত বলে -"শোন ব্যাটা পাজি, গোপাল কি এমনি ডাকলে আসে ?"
হাবল বলে -"তাহলে ডেকে দাও তুমি, যেমন ডাকো বারোমাসে।"
পুঁচকে ছোঁড়ার প্রশ্নবাণে, পুরুত এবার পড়ল ফাঁপরে।
গোপাল যে এক পাথর মূর্তি, ডাকলে আসবে কীকরে?
হাবল বলে --"তাই বুঝি! গোপাল বোধহয় মানুষ নয় !
তাহলে ওর কেন এত্ত এত্ত খাবার চায় ?"
পুরুত যখন ল্যাজেগোবরে, পাথর গোপাল ছিল পড়ে
হাবলের উত্তর দিল না তো কেউ।
ভোগের নামে যত্ত খাবার, পুরুত ব্যাটা করেছে সাবার
ঢেঁকুর তোলে হেউ হেউ।